বিমান নামিয়ে গ্রেপ্তার সাংবাদিক

রায়ানএয়ারের একটি ফ্লাইট গ্রিস থেকে লিথুয়ানিয়া যাওয়ার পথে বেলারুশের রাজধানী মিনস্কে নামিয়ে সরকার সমালোচক একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তার রোমান প্রোটাসেভিস বেলারুশের বিরোধী দলের চ্যানেল নেক্সটার সাবেক সম্পাদক।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ২৬ বছর বয়সী সাংবাদিক রোমান প্রোটাসেভিস এথেন্স থেকে আসা রায়ানএয়ারের ফ্লাইটে উঠেছিলেন। ফ্লাইটটি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের বিমানবন্দরে অবতরণের কিছু আগে বেলারুশের কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে। তারা মিগ-২৯ যুদ্ধবিমান পাঠিয়ে ফ্লাইটটি মিনস্কের বিমানবন্দরে নিয়ে এসে অবতরণ করায়।
বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ‘বোমা আতঙ্কের কারণে বিমানটিকে অবতরণ করানো হয়।’ যদিও রোমান প্রোতাসেভিচকে আটকের পর বিমানে অনুসন্ধান চালানো হয়। কিন্তু কোনো যাত্রীর কাছে বোমা পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটির পর তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক রোমান প্রোটাসেভিসের মুক্তির দাবি করেছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নওসেদা।
এছাড়া বেলারুশের বিরোধী নেত্রী সেভাতলানা তিখানোভস্কায়া সাংবাদিক রোমান প্রোতাসেভিচের মুক্তির দাবি জানিয়েছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই নেত্রীকে মারধর করে দেশত্যাগে বাধ্য করেন।
৬৬ বছর বয়সী আলেজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বেলারুশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে লুকাশেঙ্কো সরকার। প্রধান বিরোধী দলীয় নেতা সেভাতলানা তিখানোভস্কায়াকে দেশত্যাগে বাধ্য করা হয়। বর্তমানে তিনি লিথুয়ানায় অবস্থান করছেন। তাকে আগস্ট মাসে আটক করা হয়েছিল।