বিশ্বকাপ শেষে ফুটবলে ফিরেই লাল কার্ড খেলেন নেইমার
বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফেরাটা মোটেও ভালো হলো না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। পিএসজির জার্সিতে মাঠে নামতেই লাল কার্ড দেখলেন তিনি।
লিগ ওয়ানে বুধবার রাতে স্ত্রাসবুরের মুখোমুখি হয়েছিল পিএসজি। দলের ২-১ গোলে জেতা ম্যাচটায় প্রথমে হলুদ কার্ড দেখেন নেইমার। পরে প্রতিপক্ষের বক্সে ডাইভের জন্য দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
নেইমার লাল কার্ড দেখায় আধ ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলে পিএসজি। কঠিন এ পরিস্থিতি সামাল দেন কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপ্পে।
মার্কুইনোস ১৪তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিজেদের জালেই বল ঠেলে দিলে সমতা ফেরে ম্যাচে।
৬২তম মিনিটে নেইমার লাল কার্ড দেখলে পিএসজির বিপদ আরও বাড়ে। তবে যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে
এই জয়ের সুবাদে টেবিলের শীর্ষ স্থানে থাকা পিএসজির পয়েন্ট দাঁড়াল ১৬ ম্যাচে ৪৪।