বিশ্বকাপে আবারও পদক জয়ের স্বপ্ন

বিশ্বকাপে আবারও পদক জয়ের স্বপ্ন

গত বছর সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ স্টেজ-২-এ দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে রুপা পেয়েছিলেন দেশের আর্চারির পোস্টারবয় রোমান সানা। আরও একটি বিশ্বকাপ দুয়ারে। আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল তুরস্কের আনতালিয়া শহরে বসতে যাচ্ছে আর্চারি বিশ্বকাপের স্টেজ-১-এর আসর। এবার স্বপ্নের পরিধি আরও বেড়েছে। সেখানে সাফল্য পেতে চাইছেন রোমান-দিয়াসহ পুরো দল। সেই লক্ষ্যে আগামীকাল (শনিবার) রাতে ঢাকা ছাড়ছেন আর্চাররা।

এই বিশ্বকাপে সর্বশেষ এশিয়া কাপের দলটিই থাকছে। ছেলেদের দলে আছেন রোমান সানা, হাকিম আহমেদ ও সাগর ইসলাম। মেয়েদের দলে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফাহমিদা সুলতানা। কম্পাউন্ড পুরুষ দলে নতুন মুখ আশিকুজ্জামান।

রোমান সানার বিশ্বাস এবারও তারা সাফল্য পাবেন। খুলনার এই আর্চার বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। সবশেষ এশিয়া কাপে আমরা পদক পেয়েছি। এবার তুরস্কেও পদক জিততে চাই। এছাড়া বিশ্বকাপের আসরে তো গত বছর পদক জিতেছিলাম। যা আমাদের অনুপ্রেরণা হয়ে রয়েছে।’

আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও আশাবাদী, ‘গত বছর বিশ্বকাপে দারুণ ফল করেছিলাম আমরা। এরপর এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপেও ছেলে-মেয়েরা ভালো কিছু করেছে। স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপে আমাদের প্রত্যাশা আরও বেড়েছে। ছেলেদের এবারও পদকমঞ্চে দেখতে চাই। সেই প্রত্যাশা রেখেই আমরা সেখানে যাচ্ছি।’