বিশ্বে করোনা থেকে সুস্থ ১৭ কোটি ১৬ লাখ মানুষ

বিশ্বে করোনা থেকে সুস্থ ১৭ কোটি ১৬ লাখ মানুষ

মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ১৮ কোটি ৭৬ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৭ কোটি ১৬ লাখের মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৪০ লাখ ৪৯ হাজার ৭১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৭৫৬ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে উঠেছে।