বিশ্বে করোনায় শনাক্ত ছাড়াল ১৮ কোটি

বিশ্বে করোনায় শনাক্ত ছাড়াল ১৮ কোটি

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন আরো আট হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্তও বেড়েছে আগের দিনের তুলনায় বেশি।

শনিবার সকাল ১০টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৪০৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ২৫ হাজার ১৯১ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৬০৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৭৫ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ১৪৪ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৯০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৭২ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৬ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১ লাখ ৮২ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯৪ হাজার ৫২৪ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৬৬ হাজার ৩১৫ জন, রাশিয়ায় ৫৪ লাখ ৯ হাজার ৮৮ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৯৯ হাজার ৮৬৮ জন, ইতালিতে ৪২ লাখ ৫৬ হাজার ৪৫১ জন, তুরস্কে ৫৩ লাখ ৯৮ হাজার ৮৭৮ জন, স্পেনে ৩৭ লাখ ৮২ হাজার ৪৬৩ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৩ হাজার ৫২৫ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৯৩ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৯৩৯ জন, রাশিয়ায় এক লাখ ৩২ হাজার ৬৪ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৬৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৪১৮ জন, তুরস্কে ৪৯ হাজার ৪৭৩ জন, স্পেনে ৮০ হাজার ৭৭৯ জন, জার্মানিতে ৯১ হাজার ২৪৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩২ হাজার ৬৮ জন মারা গেছেন।