জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি সরোয়ারের

জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি সরোয়ারের

বরিশালে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, গণতন্ত্রের আসল কথাই হলো জনগণের ভোট। বিএনপি চায় কেয়ারটেকার সরকারের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। 
বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার।

মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির আয়োজনে পতিষ্ঠা বার্ষিকীর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মাহনগর বিএনপির সভাপতি সরোয়ার বলেন, দেশের সার্বিক অবস্থা খুবই খারাপ। সরকার করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে প্রশাসনিক গণতন্ত্রের মাধ্যমে দেশ চালাচ্ছে সরকার। এ কারণে করোনা দুর্যোগে তাদের জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়ায়নি। বন্যার্ত মানুষের মাঝ ত্রাণ দিতে গেলেও বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে। যেখানেই দুর্নীতি-দুশাসন সেখানেই সরকার ও প্রশাসনের লোক জড়িত। তারা পার্লামেন্টের বাইরে এমন আইন কানুন করেছে যাতে বিরোধী দল কথা বলতে না পারে। সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য তারা ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। 

আগামী দিনে ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিক আইনজীবী বুদ্ধিজীবীসহ দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সরোয়ার। 

সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদল সভাপতি আকতারুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এদিকে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা (দক্ষিণ) বিএনপি।
 
দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু। পরে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।