বিশ্বে ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু সাড়ে ১৩ হাজার

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু সাড়ে ১৩ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিশ্বের বিভিন্ন দেশে আরও সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৩০ লাখ ৫৬ হাজার ছাড়াল।

গেল ক’দিন প্রাণহানি কিছুটা কমলেও ২৪ ঘণ্টায় আবারও শীর্ষে ব্রাজিল। লাতিন দেশটিতে একদিনে ৩ হাজার ৪৮১ জন মারা গেছে করোনায়। ৭৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।

এছাড়া ৮৭৫ জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র; দেশটিতে মঙ্গলবার ৬০ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। পোল্যান্ডে ৬ শতাধিক, কলোম্বিয়ায় ৪৩০ এবং ইরান-ইতালিতে ৪শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে। তুরস্কে হঠাৎ করেই বেড়েছে করোনার বিস্তার। একদিনেই ৬১ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনা; প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন।
এদিকে, সারাবিশ্বে একদিনে ৮ লাখের ওপর মানুষের শরীরে শনাক্ত হল করোনাভাইরাস। মোট সংক্রমিত ১৪ কোটির ওপর।