বিসিসির নতুন বিধিতে নকশা অনুমোদন শুরু

বিসিসির নতুন বিধিতে নকশা অনুমোদন শুরু

বরিশাল সিটি করপোরেশন এলাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে নতুন বিধিতে নকশা অনুমোদন কার্যক্রম শুরু হয়েছে। ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী দাখিলকৃত নকশা অনুমোদন প্রদান কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সর্বশেষ সভায় নতুন বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদন দেয়া হয়। কমিটির সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের সচিব মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। 

সভা সূত্রে জানা গেছে, ইতোপূর্বে অনুষ্ঠিত বিসিসির সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বরিশাল সিটি করপোরেশনে দাখিলকৃত সকল নকশা (প্ল্যান) ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী প্রস্তুত করে বরিশাল সিটি করপোরেশনে দাখিল করতে হবে। সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর নতুন বিধিমালা অনুসরণ করে অল্প সময়ের মধ্যেই মোট ৩০টি আবেদন করপোরেশনের সংশ্লিষ্ট শাখায় জমা হয়।

প্ল্যান কমিটির সভায় আবেদনগুলো উপস্থাপিত হলে যাচাই-বাছাই শেষে ২৫ টি নকশা (প্ল্যান) অনুমোদন দেয়া হয়। বরিশাল সিটি করপোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নকশা (প্ল্যান) অনুমোদন দিয়ে আশা প্রকাশ করে বলা হয়, এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ছোট পরিসরের ইমারত নির্মাণের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে মাত্র ৩০ দিনের মধ্যে এবং বড় স্থাপনার ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে নকশা (প্ল্যান) অনুমোদন দেওয়া হবে। এর ফলে নতুন বিধিমালা অনুসরণ করে নকশা (প্ল্যান) অনুমোদন নিতে গ্রাহকদের দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে।