বিসিসির প্রয়াত সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

বিসিসির প্রয়াত সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত অবস্থায় যেসকল অস্থায়ী কর্মচারী মৃত্যুবরণ করেন  এমন প্রয়াত ৮ অস্থায়ী কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। 

সোমবার  ১১ এপ্রিল বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনে মেয়রের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। 

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত অবস্থায় যেসকল অস্থায়ী কর্মচারী মৃত্যুবরণ করবেন তাঁদের পরিবারকে এখন থেকে এক লক্ষ টাকার  আর্থিক অনুদান প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্'র নির্দেশে এই অনুদান দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।