বিসিসির মেগা স্ক্রিনে নেই বঙ্গবন্ধু কাপ

বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট কাপ উদ্বোধনী ম্যাচসহ বরিশালের খেলা দেখা যায়নি বরিশাল সিটি করপোরেশনের ৭ মেগা স্ক্রিনে।
মহামারী করোনাতে বিপিএল বন্ধ হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষবার্ষিকীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট কাপ শুরু হয়েছে। টি টোয়েন্টি কাপে দেশের ৭ বিভাগের দলসহ বরিশালের দলও রয়েছে।
উল্লেখ্য গত দুই বছর বরিশালের দল না থাকায় বরিশালের ক্রীড়া প্রেমীরা উদ্দীপনা হারিয়ে ফেলে এবং বরিশালের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানায়। শেষ টি টোয়েন্টি ক্রিকেট কাপে বরিশাল বুলস্ নামে বরিশাল অংশগ্রহণ করে।
২০২০ বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট কাপে বরিশাল স্পন্সরশিপ নেয় ‘ফরচুন সুজ’। তাই দলের নাম ফরচুন বরিশাল দলের অধিনায়ক জাতীয় দলের তামিম ইকবাল এছাড়াও দলে নামি দামি খেলোয়াড় রয়েছে।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ নিয়ে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, বরিশাল মহানগরে সেই পালে হাওয়া লাগেনি। বরিশাল সিটিকরপোরেশনের মেগা সাত স্ক্রিনে দেখার সুযোগ ঘটছে না বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। তবে তরুনরা এই খেলা নগরের ৭ মেগা স্ক্রিনে খেলা দেখাতে চায়।
বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে আসা এক তরুণ জানায়, বরিশাল নগর জুড়ে বিসিসির ৭ স্ক্রিন রয়েছে বিভিন্ন সময়ে সতর্ক, বিজ্ঞাপন, নির্দেশ, জাতীয় ও আন্তর্জাতিক খেলা দেখালেও দেখায়নি বঙ্গবন্ধু কাপের খেলা।
স্ক্রিনের পাশে ক্ষুদ্র ব্যবসায়ী জানান, মুঠোফোনে বরিশালের খেলা দেখেছি, তবে বড় টিভিতে (ডিজিটাল স্ক্রিন) এ খেলা দেখা মানে মাঠে বসে খেলা উপভোগ করা।
বাস্তবে দেখা যায় স্ক্রিনগুলোয় রাত ৯ টা অবদি বিসিসির লোগো সম্বলিত বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট কাপ দেখায়নি।