বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রয়াণ দিবসে শ্রদ্ধা বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার ।বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা শাখায় রবিবার ২ জানুয়ারী সকাল ১১ টায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রাক্তণ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রথম প্রয়াণ দিবসে আয়শা খানম নামে পাঠাগারের উদ্বোধন করা হয়।
রবিবার ২ জানুয়ারী বিকাল ৫টায় শ্রীনাথ চ্যাটার্জীলেনস্থ নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রাক্তণ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রথম প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞলি প্রদান করা হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
মরিয়ম বেগম রীনা সভাপতিত্বে আলোচনা করেন মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ- সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, কার্যকরী কমিটির সদস্য সালমা খান, শিউলী সাহা , মরিয়ম বেগম রীনা।
আলোচনা শেষে আয়শা খানম স্মরণে সংগীত পরিবেশন করেন প্রতিমা সরকার ও শিউলী সাহা। শ্রদ্ধাজ্ঞলি আলোচনা সভায় বিভিন্ন পাড়া কমিটির কর্মী সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।