মুম্বাই ও গুজরাটে ওমিক্রন শনাক্ত

ভারতের মুম্বাই ও গুজরাটেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত দুই ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে ৪ জনের ওমিক্রন শনাক্ত হলো।
শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে দুবাই এবং দিল্লি হয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আসা ৩৩ বছর বয়সী এক ব্যক্তির করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কল্যাণ-ডোম্বিভলি পৌর এলাকার বাসিন্দা এবং করোনার টিকা নেননি। তার সংস্পর্শে আসা সবাইকে পরীক্ষা করা হয়েছে। তবে, তাদের কেউ করোনায় আক্রান্ত হননি। এছাড়া, দিল্লি-মুম্বাই ফ্লাইটে তারা সহ-যাত্রীদের মধ্যে ২৫ জন নেগেটিভ শনাক্ত হয়েছেন।
এর আগে, আজ সকালে জিম্বাবুয়ে থেকে গুজরাটের জামনগর শহরে আসা ৭১ বছর বয়সী এক ব্যক্তির ওমিক্রন শনাক্ত হয়।
তারও আগে কর্ণাটকে দু'জনের ওমিক্রন শনাক্ত হয়। তাদের একজন ৪৬ বছর বয়সী চিকিৎসক এবং আরেকজন ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার নাগরিক।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত গতি টিকা দেওয়া এবং ডেল্টা ভ্যারিয়েন্টের উচ্চ এক্সপোজারের কারণে দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের তীব্রতা কম হবে বলে আশা করা হচ্ছে।
ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় সরকার বাইরের দেশ থেকে ভারতে আসা সবার করোনা পরীক্ষা ও তাদের নজরদারিতে রাখার পদক্ষেপ জোরদার করেছে; বিশেষত যাঁরা দক্ষিণ আফ্রিকাসহ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ওমিক্রনের সংক্রমণ সক্ষমতা ও ভয়াবহতা নিরূপণ এবং এ ধরনের বিরুদ্ধে বর্তমান চিকিৎসাপদ্ধতি ও টিকার কার্যকারিতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
এখন পর্যন্ত অন্তত ২৫টি দেশে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে।