বীরপ্রতীক আজাদ আলী রাষ্ট্রীয় মর্যাদায় বনানীতে দাফন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের বীরপ্রতীক আজাদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার বাদ আসর বারিধারা ডিওএইচএস মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রথম জানাজা রাজশাহীর আড়ানী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
আজাদ আলীর মরদেহ ঢাকা থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বুধবার দুপুর সোয়া একটায় আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। জানাজা শেষে দুপুর ২টায় একই হেলিকপ্টারে তাকে ঢাকায় ফেরত নেওয়া হয়।
সোমবার রাতে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।