বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। শনিবার সকালে জিম করার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। জি নিউজের খবরে বলা হয়েছে, সৌরভ গাঙ্গুলী আজ নিজ বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান। 

ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সৌরভ গাঙ্গুলীকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগেই সৌরভ দিল্লি গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে থেকে ফিরে এসে ভালোই ছিলেন। তবে হঠাৎ আজ শরীর খারাপ হয় তার। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জি নিউজের খবরে বলা হয়েছে, উডল্যান্ডসের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বিসিসিআই সভাপতি। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎকদের সন্দেহ, কার্ডিয়াক সিনকোপ হয়েছে সৌরভের। কারণ, শরীরচর্চা করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। অনেকটা ব্ল্যাক আউটের মতো। টেম্পোরারি পেসমেকার লাগানোর চিন্তা-ভাবনা চলছে।