বৃহত্তর মঠবাড়িয়া অখন্ড রাখার দাবিতে বিক্ষোভ

পিরোজপুর জেলার বৃহত্তর মঠবাড়িয়া উপজেলাকে ভেঙে অন্য আর একটি থানা গঠনে পায়তারা করার প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে সর্ব স্তরের জনগণ। এসময় বৃহত্তর মঠবাড়িয়াকে অখন্ড রাখার দবিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে শ্লোগান দিতে দেখা যায়। তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও বড় মাছুয়া ইউনিয়নকে সম্পূর্ণ মঠবাড়িয়া থেকে আলাদা করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ও তেলিখালী ইউনিয়নের সাথে সংযুক্ত করে তেলিখালীতে অন্য আর একটি থানা গঠন করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদী এ বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন সর্বদলীয় প্রতিনিধি ও সর্বাস্তরের জনগণ। এতে উপজেলা আ‘লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের দুই শহস্রাধিক লোক অংশ গ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিরোজপুর জেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল, উপজেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ফারুক উজ জামান, উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমাযূন কবির, উপজেলা আ‘লীগ দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমূখ।