বৃহস্পতিবার কমলাপুর থেকে ট্রেন ছাড়বে

ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আগামী বৃহস্পতিবার দেশের বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল মিলিয়ে ৫৭টি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
রেলওয়ে সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৫ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তাই আজ বিকেল ৫টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে। আর ১৫ জুলাই থেকে থেকে ৩৮টি আন্তঃনগর ও ১৯টি মেইল ট্রেন যাত্রা শুরু করবে।