বৃহস্পতিবার থেকে ‘কঠোর লকডাউনে’ রাজশাহী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্য ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহীর সব দোকানপাট, মার্কেট, বিপনীবিতান বন্ধ থাকবে। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে রাজশাহী জেলার ডিসি আব্দুল জলিল এ সিদ্ধান্তের কথা জানান।
পরে ১০ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়।
ঈদের পর করোনা পরিস্থিতির অবনতি ঘটনায় স্বাস্থ্য বিভাগ সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনে কঠোর বিধিনিষেধের সুপারিশ করে। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে ডিসির সভাকক্ষে বৈঠকে বসে স্থানীয় প্রশাসন। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ সম্মেলন করে ডিসি আব্দুল জলিল বলেন, সরকার যে লকডাউন দিয়েছে সেই লকডাউন আরো কঠোর হবে। এর বাইরে আলাদা করে কোনো লকডাউন দেওয়া হবে না।
আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত দেশে বিধিনিষেধ বাড়িয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে রাজশাহী জেলায় ৯ অথবা ১০ জুন পর্যন্ত কঠোর লকডাউন চলবে বলে বৃহস্পতিবার প্রশাসন জানায়।
ডিসি আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, আমাদের জেলা কমিটির সভা হয়েছে। গত এক সপ্তাহের মৃত্যু, শনাক্ত পর্যালোচনা করা হয়েছে। আম, মাছ, কৃষিপণ্য উৎপাদন-বিপণনের সার্বিক বিষয় চিন্তা করে আমাদের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠিান বন্ধ থাকবে। তবে আওতামুক্ত থাকবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকান। আইডি কার্ড ও জরুরী প্রয়োজন ছাড়া এ সময়ে কেউ বাইরে আসতে পারবে না। জেলায় সব ধরনের গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ থাকবে। বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ থাকবে।
ডিসি বলেন, ধানসহ সব কৃষিপণ্য, খাদ্য, অত্যাবশ্যক পণ্য এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আগামী ৯-১০ জুন পর্যন্ত দেখব। পরিস্থিতি ভালো হলে এটি শিথিল করব। তবে এটি খারাপের দিকে গেলে আরো কঠোর অবস্থানে যাব।