বেগম জিয়ার মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

বেগম জিয়ার মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে পুলিশের কঠোর বেস্টনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর শ্রমিকদলের সহসভাপতি রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বশির আহমেদ। প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া। অন্যান্যের মধ্যে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক, বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদসহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। 

বক্তারা অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। 

এদিকে শ্রমিক দলের মানববন্ধনকে কেন্দ্র করে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।