বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশাল মহানগরীর ৩০ ওয়ার্ডে মসজিদে দোয়া-মোনাজাত

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশাল মহানগরীর ৩০ ওয়ার্ডে মসজিদে দোয়া-মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে জুমার নামাজের পর শতাধিক মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি ওই দোয়া মোনাজাতের আয়োজন করে।

শুক্রবার বাদ জুমা নগরীর গোরস্থান রোড জামে মসজিদে এক বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে।

এ সময় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির, মোস্তাফিজুর রহমান গোলাপ, জেলা যুবদলের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, আইনজীবী ফোরামের সদস্য সৈয়দ মাসুদ, মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা (উত্তর) যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, খন্দকার আবুল হোসেন লিমন, জেলা ছাত্রদলের সহসভাপতি সালাউদ্দিন নাহিদ, মতিউর রহমান মিঠু সহ বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।

 মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর ৩০টি ওয়ার্ডের শতাধিক মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলার ১০ উপজেলার বিভিন্ন মসজিদেও বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন নেতারা।