বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।  

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ বিক্ষোভ করেন চারাবাগে অবস্থিত এলাইনস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা৷ 

শ্রমিকরা জানান, কারখানা থেকে পাঁচ মাসের বেতন না দিয়ে ৪২৫ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে।


এছাড়া কোনো আইনানুগ পাওনাও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। পাওনাদি চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে ও সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করা হচ্ছে।  
এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি ফরিদুল ইসলাম বলেন, বেআইনিভাবে চাকরিচ্যুত এলাইন অ্যাপারেলস লিমিটেডের ৪২৫ জন শ্রমিকের পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ ক্ষতিপূরণ দিতে মালিক, সরকার ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) সবার প্রতি জোর দাবি জনাই।  


ভোরের আলো/ভিঅ/০৪/১২/২০২০