মুজিব তুমি

মুজিব তুমি

মুজিব তুমি
  -এম এ এইচ নাঈম


মুজিব তুমি জ্বল জ্বল করা
রাতের একটি তারা,
মুজিব তুমি কাঁটা গুড়ান
গোলাপ ফুলের চারা।

মুজিব তুমি রক্তে রাঙানো
কৃষ্ণচূঙার ডাল,
মুজিব তুমি বাংলাদেশের চত্ত্বরে
প্রসস্থ ও বিশাল।

মুজিব তুমি দূর করেছ 
বাংলা থেকে শত্রু
মুজিব তুমি হয়ে গেছো
বঙ্গের ই বন্ধু।

মুজিব তুমি বাংলাদেশের
জাতীয় পতাকা
মুজিব তুমি সবুজের বুকে
লাল বৃত্ত আঁকা।

মুজিব তুমি দিয়েছ ৭ই মার্চে
বাঘের মতো গর্জন
মুজিব তুমি দেখো ফিরে আজ হয়েছে
বাংলাদেশের স্বাধীনতা অর্জন।

মুজিব তুমি প্রেমময়ী কোমল হৃদয়ী
মহৎ জানের জান 
মুজিব তুমি থাকো চিরকাল
হয়ে বাংলাদেশের মানুষের প্রাণ।