বেতাগীর হোসনাবাদে আগুনে বসতঘর ভস্মীভূত, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উওর করুনা এলাকায় ২টি বসতঘর আগুন লেগেছে। এত ঘরে থাকা সমস্ত মালামাল, নগদ টাকা, স্বার্ণালকারসহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সাত্তার হাওলাদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এরপর স্থানীয়দের সহযোগিতায় বেতাগী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানায় এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত মরহুম সামসু মুন্সি হাওলাদারের জামাই রব হাওলাদার জানান, বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা সাত্তার হাওলাদারের ঘর থেকে পার্শ্ববর্তী বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের প্রখরতা বেশি থাকায় বসতঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি তারা।
ভুক্তভোগী মোসাঃ মনিরা বলেন, রান্নাঘরে রান্না শেষ করে আমরা ঘরের কাজ করতে ছিলাম। সেসময় চুলা থেকে পাশে থাকা পাতার স্তুপে আগুন লাগে মুহূর্তের মধ্যেই সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। আসবাবপত্রসহ ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। এতে দুটি ঘরে প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটি দাবি করেন।
বেতাগী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার অফিসার আব্দুল লতিফ জানান, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছি। দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি কিন্তু কিছুই রক্ষা করতে পারিনি। পরিবার দুটি বিত্তশালী হওয়ায় তাদের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী ও আমরা মিলে আগুন ১ ঘন্টা পরে নিয়ন্ত্রণে আনতে পারি।