মেহেন্দিগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরফেনুয়া গ্রামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমিজমার বিরোধের জের ধরে হত্যার শিকার হয়েছেন এমন অভিযোগ উঠেরেছ। বৃহস্পতিবার দুপুরে এই হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত দেলোয়ার হোসেন দিলু হাওলাদার (৬০) ওই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
অভিযোগ উঠেছে, জমির বিরোধকে কেন্দ্র করে নিহতের চাচাতো ভাই খালেক হাওলাদার ও তার দুই ছেলে ফারুক ও চাঁন হাওলাদার পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
নিহতের স্ত্রী সালমা বেগম জানান, বাড়ির পুকুরের অংশ নিয়ে একই বাড়ির খালেকের সাথে দিলু হাওলাদারের বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার দিলু ওই পুকুরপাড়ে মাটি কাটতে যায়। এতে বাঁধা দেয় খালেক ও তার দুই ছেলে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে অভিযুক্তরা দিলুকে লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এলোপাথারী পিটিয়ে বৃদ্ধ দিলুকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। আজ শুক্রবার তার মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।