বেনাপোলে ট্রাকচাপায় নিহত সাংবাদিক

বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের চাপায় লোকমান হোসেন রানা (৩০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উন্নত চিকিৎসা নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিক বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকার আব্দুর সামাদের ছেলে। লোকমান হোসেন রানা বার্তা বাজার পত্রিকার বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় তিনি বন্দর এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেন চিকিৎসক। অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে পথেই মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।