আগৈলঝাড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

বরিশালের আগৈলঝাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক অভিযুক্ত মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে আগৈলঝারা থথানায় মামলা দায়ের করেন। রোববার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল একই এলাকার নলিনী শিকারীর ছেলে মুদি ব্যবসায়ী মিহির শিকারী। পরে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে মিহির শিকারী। স্কুল ছাত্রী বিয়ের জন্য মিহির শিকারীকে চাপ দিলে সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে শনিবার সন্ধ্যায় মামলা দায়ের করেন। শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মিহির শিকারীকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
রোববার সকালে মিহির শিকারীকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।