বোরহানউদ্দিনে নৌ কমান্ডারের সাথে জনপ্রতিনিধিদের সভা

বোরহানউদ্দিনে নৌ কমান্ডারের সাথে জনপ্রতিনিধিদের সভা

ভোলার বোরহানউদ্দিনে চলমান করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রাখতে নৌবাহিনী, প্রশাসন  ও জনপ্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বর্তমান এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজীর সভাপতিত্বে এই সভায় জনসমাগম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সামরিক বাহিনীর কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন ভোলার নৌ-কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ।

নৌ কমান্ডারের বক্তব্যে স্থানীয় চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদের তাদের স্ব-স্ব এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জরুরী প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হন তা নিশ্চিত করতে জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান। সভায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।