চোলাইমদসহ সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

চোলাইমদসহ সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

বরগুনার তালতলীতে আড়াই লিটার চোলাই মদসহ উপজেলা সমাজসেবা অফিসের কম্পিউটার অপারটর দেবাশীষ রায়কে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ (সোমবার) দুপরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উপজেলা সমাজসেবা অফিসের কম্পিউটার অপারোটর দেবাশীষ রায় ও তার এক সহযোগী দেশীয় চোলাই মদ খেয়ে মাতলামি করতেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আড়াই লিটার চোলাই মদসহ দেবাশিষকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেবশিষের সাথে থাকা অপর সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, চোলাই মদ খেয়ে মাতলামি করার সময় উপজেলা সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটর দেবাশীষ রায়কে আড়াই লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।