ব্যাটিং ব্যর্থতা, চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতা, চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ

ম্যাথিউস ও চান্দিমাল যেভাবে উইকেটে যেভাবে জমে গিয়েছিলেন, দুইটি শেসন তারা পার করে দেন। বাড়ছে তাদের লিড। তাতে করে চিত্রনাট্য ফুটে উঠছিল ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাচ্ছে। চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেই আরো ঘনিভুত করতে লঙ্কানরা যদি অলআউট না হয়,তা’হলে দিনের খেলার শেষভাগে গিয়ে তারা ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে চাইবে উইকেটর মুখ দেখতে। এখানে তারা সফল হলে পঞ্চম দিন জয়ের জন্য চেষ্টা চালাবে। এই চাপ ঘনিভুত যাতে না হয়, সে জন্য বাংলরাদেশের সামনে দুয়ার খোলা ছিল একটিই দ্রুত লঙ্কানদের অলআউট করা। সেই কাজটি বাংলাদেশ চা বিরতির পর বেশ ভালোভাবেই করতে পেরেছিল।

তৃতীয় নতুন বল নেয়ার পর ৮.২ ওভারে ৪১ রানে তুলে নেয় পাঁচ উইকেট। ফলে শ্রীলঙ্কা এগিয়ে থাকে ১৪১ রানে। লঙ্কানদের লিড বেশি না হলেও দিনে হিসেবে বেশি বেশিই। তাই অনেকটাই চাপে বাংলাদেশ। এই চাপকে হালকা করার রেসিপি ছিল একটিই- দিনের বাকি সময় নির্বিঘ্নে কোনো উইকেট না হারিয়ে পার করে দেয়া। কিন্তু সেই কাজটি বাংলাদেশের ব্যাটসম্যানরা সুচারুরূপে করতে পারেননি। দিন শেষে করেছে চার উইকেটে ৩৪ রানে।

ইনিংস হার এড়াতে হলে এখনো তাদের করতে হবে ১০৭ রান। শুক্রবার খেলার পঞ্চম দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তাই অগ্নি পরীক্ষা। টিকে থাকতে হবে। পাশাপাশি শ্রীলঙ্কার রান অতিক্রম করতে হবে। প্রথম ইনিংসের দুই কান্ডারি মুশফিক ১৪ ও লিটন ১ রান নিয়ে আবারো ত্রাতা হতে শেষ দিন মাঠে নামবেন।