ব্যারিস্টার রফিক-উল হক-এর মৃত্যুতে ববির শোক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, প্রয়াত রফিক-উল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ আইনজীবী। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ আইনবিদকে হারালো। যার শূন্যতা অপূরণীয়। উপাচার্য তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।