বরিশালে অষ্টমীতে মন্ডপে মন্ডপে বিশ্ববাসীকে রক্ষার প্রার্থনা

বরিশালে অষ্টমীতে মন্ডপে মন্ডপে বিশ্ববাসীকে রক্ষার প্রার্থনা


শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে বরিশালে মহাষ্টমী অনুষ্ঠিত হয়েছে। সিমীত পরিসরে বরিশাল নগরীর মন্দিরে মন্দিরে চলে পূঁজা, অর্চনা ও চন্ডিপাঠ। মন্ডপে মন্ডপে করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে রক্ষার প্রার্থনা করেন ভক্তরা।

উৎসবের তৃতীয় দিন শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫৭মিনিটে দুর্গাদেবীর মহাষ্টামাদি কল্পারম্ভ ও মহাষ্টামী বিহিত পুঁজা অনুষ্ঠিত হয়। এদিন ভক্তরা মায়ের কাছে মহামারী করোনা থেকে তাদের সন্তানদের রক্ষার জন্য প্রার্থনা করেন।

এবারে দুর্গাদেবী অশুভ সংকেত নিয়ে দোলায় চড়ে আসছেন এবং যাবেন গজে চড়ে। তাও অশুভ। তাই অশুভ সংকেত শুভ শক্তিতে পরিনত করে বিশ্ববাসীর কল্যান বয়ে আনবে বলে আশা ভক্তদের।