ব্রাজিলে চলছে পেলে স্মরণ

ব্রাজিলে চলছে পেলে স্মরণ

শুক্রবারই প্রথমই পেলেকে ছাড়া জেগে উঠল ব্রাজিলের মানুষ। মানে ভোরের সূর্য হাজির হয়েছে আলো নিয়ে কিন্তু হাসি মুখে আসেননি পেলে। ১৯৪০ সালের পর এমন দিনটাই প্রথম এলো ব্রাজিলে।

তিন বারের বিশ্বকাপজয়ী পেলেকে হারিয়ে শোকে বিহ্বল ব্রাজিলের বাসিন্দারা। ইতিহাসের সেরা এই ফুটবলার বৃহস্পতিবার সাওপাওলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এরপর থেকে রাত জুড়ে পেলের মুখ ভেসে উঠেছে ব্রাজিলের নানা শহরের বড় বড় জায়ান্ট স্ক্রিনগুলোতে। পেলের আইকনিক ১০ নাম্বার জার্সি পড়ে রাস্তায় নেমে এসেছে লাখ লাখ ফুটবল ফ্যান। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ব্রাজিলে।

শুক্রবার ব্রাজিলের সব গণমাধ্যমের প্রথম পাতায় ছিলেন শুধুই পেলে। তার সামনে বাকি সব খবর হয়ে পড়েছে মূল্যহীন। 

ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে বড় ফুটবল তারকা নেইমারও মনে করেন, পেলের আগে ফুটবল ছিল কেবল একটা খেলা। পেলে এই খেলাটা আমূলে বদলে দিয়েছেন। তিনিই ফুটবলকে শিল্প ও বিনোদনের পর্যায়ে নিয়ে গেছেন। পেলেই ছিলে দরিদ্র ও কালো মানুষের কণ্ঠস্বর।

পেলে ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে গোল করেছেন ১২৮১টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৯২ ম্যাচে ৭৭। তিনি তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার। ২০০০ সালে তাকে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি ঘোষণা করে ফিফা। ব্রাজিল তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করেছিল।

 

সূত্র: বিবিসি