শেবাচিম থেকে করোনা রোগী পালিয়েছে

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে কোভিড-১৯ পজেটিভ এক রোগী পালিয়েছে।
আজ শনিবার (২৩ মে) দুপুর থেকে তাকে ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগীর বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাপোপা গ্রামে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ড থেকে রোগী পালানোর সংখ্যা চারজন হয়েছে। যদিও এর আগে তিনজনের কারোই করোনা পজেটিভ ছিল না।
হাসপাতালের পরিচালক বাকির হোসেন বলেন, গত ২১ মে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই রোগী। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য শেবাচিমের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ২২ মে রাতে পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরে রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি তাকে অবহিত করেন।
তিনি বলেন, দুপুরে করোনা ওয়ার্ডে ওই রোগীর শয্যার পাশে ওষুধ নিয়ে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।