ব্রিটেনের প্রয়াত রানির নামে ওমরাহ করতে গিয়ে গ্রেফতার

ব্রিটেনের প্রয়াত রানির নামে ওমরাহ করতে গিয়ে গ্রেফতার

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে গ্রেফতার হয়েছেন ইয়েমেনের এক নাগরিক।

মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার ওই ব্যক্তি একজন ইয়েমেনি (ইয়েমেনের নাগরিক)। 

গতকাল সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও টুইট করেন ওই ইয়েমেনি। ভিডিওতে কাবা শরিফ চত্বরে একটি ব্যানার উঁচু করে ধরতে দেখা গেছে তাকে। ব্যানারে লেখা ছিল, ‘আমার ওমরাহর মূল উদ্দেশ্য রানি দ্বিতীয় এলিজাবেথের বিদেহী আত্মার প্রতি সম্মান জানানো। আল্লাহর কাছে প্রার্থনা-তিনি যেন স্বর্গে রানিকে ধার্মিক ও ন্যায়নিষ্ঠদের পাশে ঠাঁই দেন।’

ভিডিও ক্লিপটি টুইটারে টুইট করার পর অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার পাশপাশি  ইয়েমেনের ওই নাগরিককে গ্রেফতারের দাবিও উঠতে থাকে। শেষে ওই দিন বিকেলের দিকে গ্রেফতার করা হয় তাকে।

সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাবা শরিফ চত্বরে ব্যানার হাতে দাঁড়ানো ইয়েমেনের ওই নাগরিককে ওমরাহর নিয়ম ও নির্দেশিকা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’

সূত্র: গার্ডিয়ান