ব্র্যাকের আয়োজনে যৌন ও বাল্যবিবাহ প্রতিরোধ চিত্রাংকন প্রতিযোগীতা

প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ শ্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যৌন হয়রানী, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের উপর বিভিন্ন শিক্ষার্থীদেরকে সচেতন করার লক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ই) মার্চ সকাল ১১টায় পুরাতন সার্কিট হাউজ ভবনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বরিশাল ব্র্যাক আঞ্চলিক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যাবস্থাপক মোঃ সাজ্জাদুদ জামান চৌধুরীর সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বরিশাল জেলা সচেতর নাগীরক কমিটি সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদা, রহিমা সুলতানা কাজল, কাজী জাহাঙ্গীর,শুভংকর চক্রবর্তী,ব্রাক প্রতিনিধি মোঃ সেলিম মোল্লা,মোঃ নাসির উদ্দিন, চিন্ময় হালদার ও আসমা আক্তার প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগীতায় নগরীর বিভিন্ন স্কুলের শতাধিক ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।