ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় সা‌বেক সরকা‌রি কর্মকর্তা নিহত

ব‌রিশা‌লে  সড়ক দুর্ঘটনায় সা‌বেক সরকা‌রি কর্মকর্তা নিহত

ব‌রিশা‌লে মোটরসাই‌কে‌লের ধাক্কায় শি‌শির রঞ্জন বৈষ্ণব  না‌মে এক ব‌্যক্তি নিহত হ‌য়ে‌ছে। 

শ‌নিবার (২৯ জানুয়ারি) সন্ধ‌্যায় ব‌রিশাল নগরীর বিএম ক‌লেজ রো‌ডের শ্রী শ্রী শংকর মঠ ম‌ন্দি‌রের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। এই ঘটনায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি।

নিহত শি‌শির রঞ্জন নগরীর বিএম ক‌লেজ রোড এলাকার বা‌সিন্দা এবং সাবেক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৷

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, শ‌নিবার সন্ধ‌্যার দি‌কে বাসা থে‌কে বের হ‌য়ে রাস্তা পার হওয়ার সময় বেপ‌রোয়া গ‌তির এপা‌চি ফোর ভি ম‌ডে‌লের লাল ও সাদা রঙের এক‌টি মোটরসাই‌কেল শি‌শির রঞ্জন‌কে ধাক্কা দেয়। এসময় শি‌শির রঞ্জন রাস্তায় প‌রে গি‌য়ে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং গুরুত্বর আহত হয়। প‌থচা‌রিরা তা‌কে উদ্ধার ক‌রে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি কর‌লে তার মৃত‌্যু হয়। ত‌বে তার মৃত‌্যুর পরে কি‌শোর বয়সী ওই মোটরসাই‌কেল চালক হাসপাতাল থে‌কে সট‌কে প‌রে। 

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি আ‌জিমুল ক‌রিম ব‌লেন, এই ঘটনায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি। প‌রিবা‌রের অ‌ভি‌যোগ না থাকায় পু‌লিশ অপমৃত‌্যু মামলা দা‌য়ের ক‌রে‌ছে। লাশ ময়নাতদ‌ন্তের পর রোববার সন্ধ‌্যায় প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে। 

এ‌দি‌কে এই ঘটনায় ওই এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে, মাতম চল‌ছে প‌রিবার‌টি‌তে।