ব‌রিশা‌লে ১০ প্লাটুন বি‌জি‌বি

ব‌রিশা‌লে ১০ প্লাটুন বি‌জি‌বি

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বি‌জি‌বি ও ১০ জন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোতায়েন করা হচ্ছে।

সাংবা‌দিক‌দের বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার।  জেলা প্রশাসক ব‌লেন, ‘খুলনা থেকে ১০ প্লাটুন বি‌জি‌বি রওনা হয়েছে। রাতের মধ্যে ব‌রিশা‌লে বি‌জি‌বি মোতায়েন করা হ‌বে। আশপা‌শের জেলা থে‌কে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট‌দের আসার সম্ভাবনা র‌য়ে‌ছে। তারা সবাই এ প‌রি‌স্থি‌তি‌ মোকা‌বিলায় নি‌য়ো‌জিত হ‌বেন।

বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে সাঁটানো অবৈধ ব্যানার-বিলবোর্ড-প্লাকার্ড অপসারণকে কেন্দ্র করেই  তিন দফা গুলি ও দফায় দফায় লাঠিচার্জে আহত হন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগের পদদিধারী নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

কোতয়ালী মডেল থানার ওসি গুলিবিদ্ধ হন। আহত হন জেলা আনসার কমান্ডারসহ পুলিশের দুইজন সদস্য। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।