ব‌রিশা‌লের সাংবা‌দিক‌দের স্বেচ্ছায় কারাবর‌ণের আবেদন

ব‌রিশা‌লের সাংবা‌দিক‌দের স্বেচ্ছায় কারাবর‌ণের আবেদন

সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মকে মিথ‌্যা মামলায় কারাবাস করা‌নোর প্রতিবা‌দে স্বেচ্ছায় কারাবর‌ণের আবেদন ক‌রে‌ছেন ব‌রিশা‌লের সাংবা‌দিকরা।  

বৃহস্প‌তিবার (২০ মে) দুপু‌রে ব‌রিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে সাংবা‌দিকরা কোতয়ালি ম‌ডেল থানায় এ আবেদন ক‌রেন।

এতে অন‌্য সংবাদকর্মীরাও অংশ নেন।
সংগঠন‌টির সহ-সভাপ‌তি সৈয়দ মে‌হেদী হাসান ব‌লেন, অপরাধ না ক‌রে মিথ‌্যা মামলায় জেল-হাজ‌তে যে‌তে হ‌য়ে‌ছে অনুসন্ধানী সাংবা‌দিক রো‌জিনা ইসলাম‌কে। তা‌কে যে মামলায় গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে, আমরাও সেই ধর‌নের মামলার আসামি হ‌য়ে স্বেচ্ছায় কারাবরণ কর‌তে চাই। আমা‌দের সঙ্গে সংগঠ‌নের সদস‌্যসহ অন‌্য প্রায় অর্ধশত সংবাদকর্মীরাও একাত্মতা প্রকাশ ক‌রে‌ স্বেচ্ছায় কারাবর‌ণের আবেদন ক‌রে‌ছেন।   

এ বিষ‌য়ে ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানা প‌ু‌লি‌শের ওসি নুরুল ইসলাম জানান, সাংবা‌দিকরা আমার কা‌ছে স্বেচ্ছায় কারাবর‌ণের আবেদন ক‌রে‌ছেন। ত‌বে কা‌রো বিরু‌দ্ধে অভি‌যোগ বা মামলা না থাক‌লে কারাবরণ করা সম্ভব নয়।