ঢামেক ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক ফুয়াদ

আগামী এক বছরের জন্য ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আল আমিন এবং মো. জামিউল ইসলাম ফুয়াদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।