ভবিষ্যত প্রযুক্তি ও রণকৌশল মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে হবে

সেনা বাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ভবিষ্যত প্রযুক্তি ও রণ কৌশল মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সৈনিক জীবন একটা চ্যালেঞ্জিং পেশা। স্বাধীনতার জন্য যারা কাজ করেছে তাদের ভুললে চলবে না। তাদের আত্মত্যাগের যথাযথ সম্মান দিতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হয়।
আজ দুপুর ১২টায় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ‘সেনানীড়’ ষ্টেশন অফিসার্স মেস- বি, ডিভিশন সুমিং পুল, গ্যারিসন মসজিদ-৩ এবং ডিভিশন মডেল রুম’ উদ্বোধনী অনুষ্ঠানে সৈনিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এ সময় ৭ম পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, সেনা সদর বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগন, জুনিয়র কমিশনড অফিসার, অনান্য পদবির সৈনিক বৃন্দ এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সেনা প্রধান নতুন স্থাপনা গুলো পরিদর্শন করেন।
২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী পায়রা নদী তীরে লেবুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের উদ্বোধন করেন। এটি দেশের ৩১তম সেনানিবাস।
বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের দির্ঘমেয়াদী পরিকল্পনা ‘ফোর্সেস গোল ২০৩০’ এর অংশ হিসেবে ‘বরিশাল শেখ হাসিনা সেনানিবাস’প্রতিষ্ঠিত হয়। শেখ হাসিনা সেনানিবাস একটি পরিকল্পিত সেনানিবাস। ১৫৩২ একর জুডে এই সেনা নিবাস বিস্তৃত।