ভাণ্ডারিয়ায় অসহায় দরিদ্রের নিয়ে শীতকালীন পিঠা উৎসব

ভাণ্ডারিয়ায় অসহায় দরিদ্রের নিয়ে শীতকালীন পিঠা উৎসব

পিরোজপুরের ভাণ্ডারিয়ার উত্তর শিয়ালকাঠী গ্রামের সমাজ সেবক নুর মোহাম্মদ খলিফা শত শত অসহায় দরিদ্রকে শীতকালীন খেজুর রসের পিঠা খাইয়ে উৎসব পালন করেছেন। 

পিঠা খাবার শেষে আগত নারী -পুরুষ ও শিশুদের মাঝে করোনা ভাইরাস রোধে এবং সচেতনতায় মাস্ক বিতরণ করেন। বৃহস্পতিবার উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দিনভর এ উৎসব অনুষ্ঠিত হয়।

নুর মোহাম্মদ খলিফা জানান, খেজুর রস এখন পাওয়াই দুষ্কর। অসহায় মানুষ খেতে পারেনা এবং আবহমান গ্রাম-বাংলার ঐতিজ্য ধরে রাখতে তিনি তার নিজ উদ্যোগে এমন পিঠা উৎসব করেন। এছাড়াও তিনি গ্রামের অসহায় দরিদ্র মানুষদের মাঝে কাজ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। এমন অনুষ্ঠানের জন্য এলাকার সচেতনমহল  নুর মোহাম্মদ খলিফ কে ধন্যবাদ জানান।