বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 

বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী ও স্থানীয় দুস্থদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেরনিয়াবাত সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শীতার্ত সহ সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। সম্মিলিত প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা করেন উপাচার্য। 

শীতবস্ত্র বিতরণ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নবনির্মিত ‘রিমোট এন্ড সেন্সিং জিআইএস’ ও ‘মিনেরালোজি এন্ড পেট্রোলজি’ নামে ২টি ল্যাব উদ্বোধন করেন।