ভাণ্ডারিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘর উঠানোকে কেন্দ্র করে ছোট ভাই শাকিলের (২৫) লাঠির আঘাতে বড় ভাই আশিকুর রহমান (৩২) নামের এক যুবক খুন হয়েছে। সে উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জুনিয়া গ্রামের মো. মতিউর রহমান আকনের ছেলে।
এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ঘর উঠানোকে কেন্দ্র করে উভয়ের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই শাকিল সজোড়ে লাঠি দিয়ে আশিকের মাথায় আঘাত করলে সে গুরত্বর আহত হয়। স্বজনরা তাৎক্ষণিক তাকে পাশ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার তুষখালীতে একজন গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০সয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আশিক। তবে এ বিষয়ে (২২ ডিসেম্বর) মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেউ থানা পুলিশকে অবহিত বা মামলা দায়ের করেন নি বলেও জানান ওসি।