বরিশালে কমরেড আজিজুর রহমানের শোকসভা

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতি, কেন্দ্রীয় সদস্য সহ আজীবন বিপ্লবী কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তন হল রুমে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন কমরেড রনজিৎ চট্রোপাধ্যায়, কমরেড অধ্যাপক আবদুস ছত্তার,কমরেড নৃপেন্দ নাথ বাড়ৈ,কমরেড অধ্যাপক দুলাল মজুমদার,কমরেড হারুনুর রশীদ মাহমুদ,নুরুল ইসলাম মাস্টার,এ্যাড, হিরন কুমার দাশ মিঠু, অধ্যাপক লু ৎফে আলম,কমরেড এ্যাড,খালিদ বিন ওয়াহিদ ও আরিফুর রহমান মিরাজ প্রমুখ।
শোক-সভা অনুষ্ঠান সঞ্চলনা করেন কমরেড উপাধাক্ষ হারুন অর রসিদ। এর পূর্বে বিভিন্ন নেতৃবৃন্দ কমরেড বিপ্লবী আজিজুর রহমানের প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।শোকসভায় বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহহ করেন।