ভাণ্ডারিয়ায় বিনামূল্যে পাঠ্য বই বিতরণ

ভাণ্ডারিয়ায় বিনামূল্যে পাঠ্য বই বিতরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইংরেজি নতুন বছরের প্রথমদিন শনিবার (১ জানুয়ারি)  শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো উৎসবের আমেজ না থাকলেও শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এ সকালে উপজেলা সদরের ৬৭নং নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার   জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা, বিদ্যালয়ের এস এম সির সভাপতি গিয়াস উদ্দিন লিটন পেশকার, কাউন্সিলর জালাল সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক প্রমূখ। পরে ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়,৭৩নং পূর্ব-ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী বিদ্যালয় সহ ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট চাহিদার মধ্যে প্রাপ্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শতভাগ এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত ৫০% পাঠ্য বিতরণ করা হয়েছে করা হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা । 

এ ছাড়া ঐতিহ্য বাহি ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মোঃ শহিদুল ইসলাম স্বপন সিকদার  পৌর আওয়ামীলীগের সভাপতি ও মোঃমিজানুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী,  বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়,মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার  ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৮টি মাদ্রাসার জন্য মোট চাহিদার মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত ২৮% এবং প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে বিনা মূল্যে সরকারি পাঠ্য বই বিতরণ করা হয় বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম।

এ ছাড়া গতকাল শনিবার সকাল ১১ টায় পৃথক ভাবে  ভাণ্ডারিয়ায় হাওলাদার বাড়ি হাজী ফারুক নূরানী হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরন ও বই বিতরণ করা হয়। এসময় মাদরাসর প্রতিষ্ঠা ও সভাপতি এহসাম হাওলাদার সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।