ভাণ্ডারিয়ায় সরকারি-বেসরকারি ত্রাণ সাহায্য

ভাণ্ডারিয়া উপজেলায় সরকারি ও তার সংসদ সদস্য হিসাবে ঐচ্ছিক তহবিলের বিভিন্ন অর্থ সাহায্যের চেক বিতরণ করেন।
সরকারের ধর্ম মন্ত্রণালয়ে হতে প্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক, সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের নগদ অর্থের চেক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। দুপুরে ‘তাসমিমা ভিলা’ প্রাঙ্গণে এক কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে বেসরকারি সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাপড় বিতরণ করা হয়েছে।
৮ মে শনিবার জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উপস্থিতিতে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
সকালে উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রথমে এ ইউনিয়নের নির্ধারিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার, ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল প্রমুখ।
এরপর উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন জেপি নেতা ফিরোজ আলম, কবির হাওলাদার প্রমুখ ইউপি সদস্য।
বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ইউনিয়নের নির্ধারিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান চৌধুরী।
এরপর ভাণ্ডারিয়া পৌরসভার সুবিধা বঞ্চিত গরীব মানুষের মাঝে উপজেলা সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলো প্রাঙ্গণে কাপড় বিতরণ করেন উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর কমিশনার গোলাম সরওয়ার জোমাদ্দার।
দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ভাণ্ডারিয়ার বিভিন্ন ইউনিয়নে এ ত্রাণ কাজের সমন্বয় করেন আতিক জামান খোকন ও কাজী আতাহার আলী।