ভাণ্ডারিয়ায় সালাতুল ইস্তেকা নামাজ আদায়

ভাণ্ডারিয়ায় সালাতুল ইস্তেকা নামাজ আদায়

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রচন্ড দাপদাহ, খরা ও অনাবৃষ্টির কারনে পানি বাহিত ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি,মৌসুমি শাকসবজি, ফল, আউশের বীজতলা বিনষ্ট ছাড়াও জনজীবন অত্তিষ্ঠ হয়ে ওঠায় তা  থেকে রক্ষা পাওয়ার জন্য  সালাতুল  ইস্তেস্কা (বৃষ্টি  জন্য প্রার্থণা)র নামাজ আদায় করাহয়েছে।  

রবিবার (২মে) দুপুরে ভাণ্ডারিয়া পৌরশহরের ৫নম্বর ওয়ার্ডের মিরা বাড়ি বাজার-সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে মহামারি করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহ্র সন্তুষ্টির জন্য এবং তার রহমত কামনা করে মহান আল্লাহর ইসতেস্কার নামাজ আদায় ও মোনাজাত পরিচালনা করেন মিরাবাড়ি  সৈয়দ আলজামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল জলিল। 

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মুসুল্লীরা এতে শরিক হন।