ভাণ্ডারিয়ায় সুপার সাইক্লোন ইয়াসে অধিকাংশ ইউনিয়ন প্লাবিত,পানিবন্ধি হাজার পরিবার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সুপার সাইক্লোন ইয়াস এবং পূর্ণিমার জোয়ারে অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে উপকূলীয় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
সোমবার রাত থেকে গুরি গুরি বৃষ্টি এবং দমকা হাওয়া শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে মাঝারি আকারে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে থাকে যা আজ বুধবার (২৬মে) সকাল থেকে বেড়ে যায়। তবে থেমে থেমে বৃষ্টি এবং জোয়ারের পানি বৃদ্ধির ফলে পানিবন্ধি হয়ে পড়েছে এ উপজেলার প্রায় ৫/৬হাজার পরিবার। এ উপজেলাটি নদ-নদী বিধৌত এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ প্রবল আকার ধারন করায় বলেশ্বর নদের শাখা কচাঁ এবং পোনা নদী তীরবর্তী এলাকার রেবিবাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ায় মঙ্গলবার রাত থেকে পানির তীব্রতা বেড়ে যায়। যার ফলে উপজেলার তেলিখালী, নদমুলা, ধাওয়া, গৌরীপুর, ইকরি, ভিটাবাড়িয়া ইউনিয়ন এবং ভাণ্ডারিয়া পৌর শহর সহ উপজেলার প্রায় কাঁচা,আধাপাকা এবং পাকা বাড়িঘরে পানি ঢুকে ওই সকল পরিবারের মানুষ পানি বন্ধি হয়ে পড়ে।
গতকাল বুধবার সরেজমিনে ওই সকল এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়। এ সময় আলাপকালে ভূক্তভোগীদের মধ্যে খালেক সরদার,সাইদুল ইসলাম,ফারুক ইসলাম, বিউটি আক্তার, নুরজাহান, রাশিদা আক্তার, নুর ইসলাম, আলমগীর, লুৎফর রহমান সহ বহু মানুষ জানান, জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে প্রায় ৪/৫ফুট বৃদ্ধির ফলে আমরা পানিবন্ধি হয়ে পড়েছি। পানি বৃদ্ধির ফলে কাঁচা এবং আধাাপাকা বাড়িঘরের চুলা জ্বলতে দেখা যায়নি। তবে পাকা ঘরের দোতালায় অনেকস্থানে গ্যাসের মাধ্যমে রান্না করতে দেখা গেছে।
এদিকে সুপার সাইক্লোন ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুুত ছিল। এছাড়া ৭টি মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবক টিম প্রস্তুুত ছিল। মঙ্গলবার রাতে কিছু কিছু আশ্রয়কেন্দ্রে যারা এসেছেন তাদের মাঝে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের সমন্বিত উদ্যোগে শুকনা খাবার,বিশুদ্ধ পানি, মোমবাতি, দেয়াশলাই, খাবার স্যালাইন সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্ধি মানুষের মাঝে শুকনা খাবার সহ বিভিন্ন উপকরন বিতরণ করতে দেখা গেছে। বিতরন কালে উপজেলা নিবার্হী অফিসার এবং পৌর প্রশাসক সীমা রানী ধর,সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মো. আওলাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম এবং রেডক্রিসেন্ট সদস্যরা বিতরণ কাজে সহায়তা করেন।
উপজেলা নিবার্হী অফিসার এবং পৌর প্রশাসক সীমা রানী ধর উপজেলা নিবার্হী অফিসার এবং পৌর প্রশাসক সীমা রানী ধর জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি এর পরামর্শে আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।