বাকেরগঞ্জে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃতরা হচ্ছে, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের হাফিজুর রহমানের ২ বছর ৯ মাস বয়সের শিশু সন্তান সুমাইয়া আক্তার ও গারুড়িয়া ইউনিয়ন রূনসী পশুরি গ্রামের আজগর আলীর শিশু সন্তান ৩ বছর বয়সের আজওয়া আক্তার।
স্থানীয়রা জানান, বাড়ির সামনে গতকাল জোয়ারের পানি ওঠে। পরিবারের সকলের অজ্ঞাতে ওই দুই শিশু পানিতে নামে। কিন্তু পানির গভীরতা থাকায় তারা ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।