ভান্ডারিয়ায় কোস্টগার্ডের গুলিতে ৩ জেলে গুলিবিদ্ধ
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় জাটকা বিরোধী অভিযানে কোস্টগার্ড এবং জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আত্মরক্ষায় কোস্টগার্ড ২৩ রাউন্ড গুলি ছোড়ে। এসময় তিন জেলে গুলিবিদ্ধ হওয়াসহ আরও ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত হাজেরা বেগম (৬০) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. মোতালেব (৫৫), ও শাহিন (২৫) ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়ার উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর হরিণপালা-তুষখালি মোহনা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
রোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এবং কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে জাটকা ও ছোট পোনা মাছ নিধন বিরোধী অভিযানে যান। এসময় বলেশ্বর নদীতে জাটকা ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের জাল আটক করা হয়। জাল আটক করে ফেরার সময় ভান্ডারিয়ার হরিনপালা ও মঠবাড়িয়ার তুষখালী খালের মোহনায় মাছ শিকার করে জেলেরা জাল লুকানোর সময় কোস্টগার্ড সদস্যরা তাদের আটকের চেষ্টা করে। এসময় ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় জেলেরা দেশীয় অস্ত্র রামদা, শুড়কি, বল্লম) নিয়ে তাদের উপর হামলা চালাতে গেলে কোস্টগার্ড জেলেদের ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ সময় প্রায় সাড়ে ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক করা হয়। আটক করা জালের মধ্যে কারেন্ট জাল, বাধা জাল, বেরা জাল রয়েছে। পরে ওই সব জালে অগ্নিসংযোগ করা হয়।
ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার জানায়, তেলীখালী হরিণপালা এলাকায় জেলেদের বাড়ীর সামনে জাল শুকানোর সময় কোস্টগার্ড জাল আটকের চেষ্টা করে। এসময় তাদের সঙ্গে জেলেদের বাগবিতন্ডা হয়। পরে কোস্টগার্ড তাদের উপর গুলি চালালে মো. মোতালেব (৫৫), হাজেরা বেগম (৬০) ও শাহিন (২৫) নামের তিন জেলে গুলিবিদ্ধ হয়। এসময় লাঠির আঘাতে জসিম (২৪), সাদ্দাম (২৫) , তহমিনা (৪৫), শাহনাজ (২০), সেলিম (২২) হেলাল (৩৫) আহত হয়। আহদের মধ্যে হাজেরা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোতালেব ও শাহিনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভান্ডারিয়ার তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. নুর আমিন জানান, ঘটনাস্থল থেকে ৬টি চাইনিজ রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, কোষ্টগার্ডের গুলিতে ৭ থেকে ৮জন জেলে আহত হলেও তারা কোন প্রকার মামলা বা গ্রেপ্তার এড়াতে চিকিৎসা না করিয়ে আত্মগোপন করেছেন। তবে দুপুরে মঠবাড়িয়ায় তুষখালী বাজারের এক পল্লী চিকিৎসকের মাধ্যমে ৩ জন জেলে গোপনে চিকিৎসা করান।