ভান্ডারিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

৪৯ বছরের পথচলা পেরিয়ে ৫০ বছরে পা রাখল আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর)বিকাল ৪ টায় উপজেলার পরিষদ চত্বর থেকে ফেস্টুন ও পতাকা নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটা হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, পৌরআওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, সাংস্কৃতিক লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম আজাদ যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, দপ্তর সম্পাদক এইচ এম মিরাজ, পৌর যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান অর্পন, যুগ্ম আহবায়ক শেখ ইমরান ও আকিল আহমেদ সোহেলসহ যুবলীগের উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা।